একদিন মানুষ নত হবে প্রকৃতির কাছে
শিশুদের কাছে বাঁচার তাগিদে ।
অপাপবিদ্ধেরা যে পথে চলে গেল
সেই পথের খোঁজ করে করে
মিশে যাবে নির্নিমেষ আকাশের গায়ে
নত হবে রোদনভরা আগুনের পায়ে।
ততদিন ওগো ভগবন
অবারিত রেখো এই জল মাটি আলো ও বাতাস
অশান্ত রাতের গর্ভে একটুকু বাঁচার আশ্বাস
অন্তত ততদিন।
একদিন আমিও নত হবো
তবে সহজলভ্য হয়ে নয়
এখনও রাতের কোলে শুয়ে আছে
শিশু প্রেম আমার সময়।
***** ***********
ঁ