মহাকাল তুমি হাসতে জানো
শুধু একবার  কাঁদো ।
এইমাত্র শ্মশান থেকে ফিরেছি ।
বরুণের মা দু মাস ধরে কোমায় পড়েছিল
চলে গেল আজই সকাল আটটায় ।
শ্মশানের গন্ধ এখনো আমার গায়ে
বিষণ্ণ মেঘগুলি সব দেখে দেখে
দৈবাৎ থেমে গেছে পশ্চিম আকাশে ।
চারপাশে  শ্রাবণের বারিধারা
মৃতের গন্ধ মেখে ছুটে চলেছে সমুদ্রের দিকে ।
পৃথিবীর এ অসুখে
মানুষের এমন দুর্দিনে
ওগো মহাকাল একবার কাঁদো ।
এমন সংকটে তোমার কী আড়ালে থেকে
ফিক করে হেসে ওঠা সাজে ?

****************************