এককী রয়েছি তবু
মানুষের নিঃশ্বাস গায়ে এসে লাগে
অভিমানী চাঁদ এসে দাঁড়ায় শিয়রে
খোলা বাতায়নে উঁকি মারে মানুষের বেদনার্তি
এমন হবার কথা তো ছিল না
স্তব্ধতায় লগ্ন ছিল স্থির
তাহলে কেন এতো ভয় ?
আমার মনের মাঝে মরণের অমেয় বিস্ময় ।
বহুদিন একা আছি তবু
কেন এত কলরব বিছানা বালিশে
কেন এতো বিষাদের ছায়া ?
কারা রোজ ডাকে ?
আমাকে একাই কেন ডাকে ?
রক্তঝরা দেখে দেখে আজই তো
একা থাকার হয়েছে সময়
কারা তবু বলে কানে কানে
এ তোর একা থাকা নয় ।
*******************