এক রাত থেকে আরেক রাতের মাঝখানে
আমরা সবাই অনির্ভর অনিশ্চয়তার
মধ্যে ডুবে আছি
মাথার উপরে চাঁদ জেগে আছে।
যে তারাটি কেঁপে ওঠে
আমাদের দেখার সময় নেই
মধ্যরাতে যাকে মনে হয়েছিল সাধক
গভীর সাধনায় নিমগ্ন
সকালে দেখি সেটা খেজুরের গাছ
কিংবা রাতে যা দেখি সকালে মনেও থাকে না।
এক রাত থেকে আরেক রাতের মাঝখানে যাওয়ার সময়ে আমরা
কেউ কারো দিকে তাকাই না।