যে মেয়েটি মুখে থুতু দিয়েছিল
রক্তজবা দিয়ে এসেছি পায়ে তার
বলেছি মা, এত ভালোবাসা
প্রাপ্য কী আমার?
মনের গভীরে যে দরজা রয়েছে
খুলে দেখি সেই মেয়ে বসে আছে
পায়ে তার রক্তজবা
আশ্চর্য, এ যে দেখি ঈশ্বরীর পা
হেঁটে যায় কুয়াশার দিকে...
এ যেন জলজ্যান্ত বর্ধিষ্ণু বিবর
যেখানে লুকানো আছে আমার চীবর।
ভেবেছি মায়াটুকু তার মুখে আমিই ছড়াবো
এক মুঠো আলো আজ তাকেই ফেরাব।