এবার হয়েছে সকাল
সারারাত অনেক কেঁদেছো
ফুলে গেছে দুটি চোখ হয়ে আছে লাল
চুম্বনের দাগ মুছে গেছে
কখন শুকিয়ে গেছে ঐ দুটি গাল ।
প্রেম যে এতো অভিমান করে
জানাও ছিল না ।
কখন যে বৃষ্টি ঝরে গেছে পাতার আড়ালে
রাতে তুমি কিছুই জানো না।
রাতে রাগ করে বিড়ালের মতো চুপি এসে পাশে শুয়ে গেছ আমিও জানি না ।
এবার হয়েছে সকাল
সারারাত অনেক কেঁদেছো ।
পৃথিবীর বুক চিরে যেখানে অভিমান নেই
এরপরে সেইখানে চলো
বছর বছর ধরে যে কথা রলোনি তুমি
সকালেই সেই কথা বলো ।
***************>*************