পুরুষ চলে যাচ্ছে দিকভ্রান্ত পথিকের মতো
যেদিকে দু চোখ যায় ।
দু হাত বাড়িয়ে যেন ডাকছে সাগর
নোনা জলে ভিজিয়ে দেবে বলে ।
যেত না এত সহজে কখনো ,
চলে যায় গোলাকার পাথরের টানে
শ্মশানের ধারে ঝাঁপ দিতে জ্বলন্ত আগুনে ।
সে গোলাকার পাথর দুটিকে
অর্বাচীন পুরুষ আজও নারীদেহে
স্তন ভেবে হাত রেখে মনে করে নরম তুলতুলে।
নরম স্তন নয় নারীর ঐ গোলাকার বুকের পাথর ঈশ্বর জাদু করে তিষ্ঠ বলে অচল করে
রেখেছে বহুকাল ।
দিশাহারা পুরুষ আজও তারই জাদুতে
মিছে নরম ভাবে ।
সবইতো ঈশ্বরের দুটি গোলাকার পাথরের জাদু
****************************