তোমাদের ঠোঁটের সঙ্গে লেগে আছি
তবু আজও কাউকে চিনি না
বড়জোর এটুকুই বলে দেব
কারও পা মাটির কাছে নেই ।
তোমাদের বক্ষলগ্ন হয়ে আছি
তবু কারও হৃৎস্পন্দন শোনাই হল না ।
মানুষ বড় তাড়াতাড়ি দূরে চলে যায়
হয়তো তাকে বোঝার আগেই
দূরে কোথাও পাড়ি দিতে হয় ।
তোমাদের কথার মাঝে শুয়ে আছি
তবু কেন দূরে কোথাও  অবিরাম শুনি
তোমদের স্বর যা কেউ শোনেনি কখনো ।
শুধু সেই স্বর আমাকে আশ্রয় দেয় অমলিন স্নেহের ছায়ায় ।

****************************