পুরুষ হয়েও বহুকাল মিরাণ্ডার মতো
প্রকৃতিকন্যা হয়ে আছি
ছোঁয়ার বয়স নেই আর
দূরে দূরে থাকো।
পৃথিবী মুমোচ্ছে
মানুষ ঘুমোচ্ছে
গাছপালা পশুপাখি ঘুমোচ্ছে
সবাই ঘুমায় যখন
তোমাকে আর কী ছুঁতে পারি?
বরং অনেক ভালো
তোমার আমার মাঝে জেগে থাক সাঁকো
দূরে দূরে থাকো।
****