একদিন তোমাদের কাছ থেকে দূরে সরে যাবো
যেখানে আগুন নেই চুপি চুপি সেখানে দাঁড়াবো ।
মানুষ যেখানে আজ সেখানে তার নিশ্বাস পড়েনি
অথচ আশ্চর্য ক্ষুধা অভিপ্রেত বাসনার বিষে
অজান্তে কখন এসে নীল হয়ে যায়
এই সত্য মানুষ জানেনি ।
সে সত্য বোঝার আগে চাঁদ ডুবে যায়
সমুদ্র নিথর হয় সায়াহ্নে কাঁদে বেলাভূমি
তখন করুণ রোদে মাথা রেখে দেখি
কাছে থেকেও বহুদূরে চুপিসারে দাঁড়িয়েছ তুমি ।
কাকে আর দূরে যাওয়া বলো ?
আমরাতো দূরে যাবো বলে জন্ম থেকে
বিষোদ্গারে নীল হয়ে আছি ।
জন্ম মানে কাছে থাকা নয়
নীরবে নিভৃতে পা ফেলে প্রতিক্ষণে
দূরে চলে যাওয়ার সূচনা ।
*****************************