ওরা একদিন অনেক দূরে চলে যাবে
এ আমার জানা ছিল । তাই হল
স্বামী স্ত্রী দুজনেই খুব সরল ভালো মানুষ
এত ভালো মানুষ জীবনের খুব কাছে থাকতে পারে না ।
ঠিক তাই হলো , দুজনেই মিশে গেল
এই দেহ এই মন রেখে আকাশের নিগূঢ় স্তব্ধতায় ।
খাঁটি সোনায় খাদ না মেশালে
গহনা যে হয় না কখনো ।
জীবনের সেই ছলাকলা অভিনয় ওদের ছিল না ।
কেউই হলো না তৃপ্ত উদাসীন চুম্বনের শেষে
মিশে গেল অপার আকাশে ।
ওরা দূরে যাবে অনেকে অনেক দূরে
এ আমার জানা ছিল ।
এত ভালো মানুষ দুজনের এত কাছে থাকতে পারে না ।
চলে গেল বহু দূরে দেহজ কামনা মুছে
সেই প্রাণী দুটি ।
জন্মলগ্ন থেকে হয়তো খুঁজেছে তারা
আকাশের যেখানে নেই মানুষের অসংখ্য করোটি ।
*****************************