যদিও পেয়েছি কাছে চুম্বন করিনি
দেখেছি শুয়ে আছে রাত
অনেক দারিদ্র্য নিয়ে জিতে গেছি
ছিঁড়ে গেছি পেয়েছি আঘাত।

চলে গেছ বহু দূরে ফেলে রেখে
বুনোকুল নিবিড় বনানী
সেখানেই একদিন উদ্দাম নাচের মতো
করেছিল প্রেম কানাকানি।

বার বার মনে  হয় হেরে গেছি
কিন্তু প্রেম  হাসে সাহারায়
জিতে গেছি দুজনেই ভাগ্যের কটাক্ষঘাতে
বেঁচে আছি  চিঠির পাতায়।

                     ******