নদীর জলে নেমেছি হাত পা ভেজাতে নয়
ডুবে যাব বলে
মরে যাব বলে ।
আমি তো সাঁতার জানি না
মৃত্যুকে পরাভূত করে আমি ঠিক ডুবে যাব ।
দেখছি এক চিলতে কিপ্টে রোদ
নদীর বুকে খেলা করছে
মাথার উপরে অভিজাত আকাশে ভাসছে
অনভিজাত প্রেমের কান্না ।
মানুষ এভাবেই ভুবে ।
কেউ ডুবে দেনায় কেউ ডুবে মরে প্রেমের
জ্বালাময় রূপে ।
আমি নদীর জলে ডুবে যাব ।
ইহজম্মে পরজন্মে জন্ম জন্মান্তর ধরে
ডুবে যাব দেখে যাব নদীর নির্বিকার মাছ
সাক্ষী থেকে ঘাবে নদী তটে ঐ দুটি গাছ ।
আমার মেয়ে আলতা পরা পায়ের পাতা
নদীর জলে ডুবিয়ে বলছে বাবা আর যেও না , ডুবে যাবে ।
দেখতে পাচ্ছি গ্রামের পরিত্যক্ত ভিটেমাটি
নবান্নের গন্ধাভরা আকাশে মায়ের হাসি ।
আমি ডুবে যাব
তবে পরজন্মে নদী হয়ে এলে
ধর্ষণকারী ছাড়া কাউকে ডুবতে দেব না ।
****************************