কার কাছে গিয়ে দেখাবে মনের ক্ষত
কাকে কাছে পেয়ে করবে অঙ্গীকার?
হদয়ও যেখানে বাতাসের চেয়ে দ্রুত
মনন যেখানে সকলের কাছে ভার।
কার কাছে গিয়ে কিভাবে কাঁদবে তুমি
কোথায় দেখাবে হৃদয়ের ক্ষত দাগ?
শুকিয়ে গিয়েছে অবারিত জলাভূমি
কাঁদছে হৃদয়ে ব্যথাভরা অনুরাগ।
কোন পথ নেই খোলা আজ আগে পিছে
কোন পথ নেই জুড়াতে জ্বালার তাপ
কেউ কী কাঁদবে তোমার দুঃখ দেখে?
হৃদয়ে জমবে অতীতের যত পাপ।
বোঝাবে কিভাবে দহনের পরিনাম?
পুড়ে যাবে ধীরে লাল নীল সব খাম।।
************