নৈঃশব্দ্যের সুখানুভূতিতে ঘুমিয়েছি একাকী যখনই
তখনই বুঝেছি আমি নৈঃশব্দ্যের আছে এক ধ্বনি ।
লোকালয়ে নিঃশ্বাসের ধ্বনি সব কানে বাজে আগে
এখন কুণ্ঠা জাগে মানুষের স্নেহের সোহাগে ।
হয়তো ওরই মাঝে আমাকে নিঃসঙ্গ করে কেউ
অজান্তে মনের দ্বারে আছড়ে পড়ে শ্মশানের ঢেউ ।
তাহলে কী শ্মশানেরও আছে কোন ধ্বনি ?
মনে হয় চলে গেল যে মানুষ সেও ফিরে আসবে এখনই ।
সেখানে হারিয়ে যাই ঘুম নামে চোখে
ধ্বনি মুছে , মুছে যায় তৃষাতুর মানুষের শোকে ।
শোক তবু বড় ভালো ব্যথাভরা অশ্রুর মতন
অশ্রুর ধ্বনির বুকে কোলাহল হাসির মরণ ।

দিবসে উদগ্রীব থাকি কখন আসবে বিভাবরী
নির্জনে রেখেছি তুলে উল্লাসের ভোঁতা তরবারি ।

****************************