ধর্ষিতাকে পারিনি ছুঁতে । দেখার ভুল ছিল ।
কলঙ্কের দাগ নিয়ে যারা ভেসে যায়
আত্মমগ্ন নিষ্ঠুর প্রবাহে
তারাই দেখে অপাপবিদ্ধের গায়ে কলঙ্কের দাগ ।
তাকে ছোঁয়া কী যায় এই মন নিয়ে ?
দেখার ভুল ছিল বলে সকলেই
ভাঙ্গা আয়নার মতো চাঁদ দেখে রাতে ।
সবাই যেভাবে কাঁদে
ধর্ষিতার কান্না আর কতটা আলাদা ?
শোনায় কী ভিন্ন কিছু কানে ?
নবান্নের গন্ধভরা আকাশের গানে ?
তবু কেন তাকে নিয়ে ঢাক ঢোল বাজছে এখানে ?
*****************************