এবার যৌনাঙ্গ বন্দী রেখে
বেদনার রুদ্ধ কারাগারে
দেখা দাও ভিন্ন রূপে নারী ।
সিক্ত জরায়ুর মতো পুরুষের কামনাকে
স্ফীত তুমি কোরো নাকো আর ।
সতেজ পাতার মাঝে যে বিশুষ্ক শাখাটি রয়েছে
সেইরূপে দেখা দিক জীবনের ছায়া ।
পুরুষকে বুঝিয়ে দাও নারী শুধু
ভোগের জন্য নয়
দেবীমূর্তি , তিতিক্ষার শূন্য মরুভূমি ।
যদিও আগুন আজ ধর্ষণের রূপ নিয়ে
পৃথিবীতে ছড়ায় দিকে দিকে
তবুও বাজাও শঙ্খ পৃথিবীতে আজ
খুলে দিতে তিতিক্ষার দুর্ভেদ্য নিশানা ।
*****************************