আসতো কাছে খুবই কাছে আমার খুকি
গাল দুটিতে চুমু দিতাম অনেক চুমু
দশ বছরে এখন তুমি অনেক বড়ো
আগুন পেয়ে ফুটন্ত দুধ ছলকে পড়ো।
সেদিন ছিল বুকের মাঝে খুব সাহস
আজকে দেখি ঘোমটা যেন মনের মাঝে
হঠাৎ দেখি ডাগর হলে দেহের গানে
সেই খুকিটি ভেসেই গেল স্রোতের টানে।
রইলে দূরে ফুল কুমারী ফূলের মতো
স্তন দুটিও আগের চেয়ে অনেক ভারি
দশ বছরে হারিয়ে গেল সেই খুকিটি
এখন তুমি খুকিটি নও রাজকুমারী।
*******