দরজা খুলে রেখেছো বহুদিন
এরপরে দরজা বন্ধ করে চুপ করে
বসো ঘরের ভিতরে
বেশিদিন নয়, মাত্র দশটি বছর।
দরজা খুলে রেখে বাইরে এতো
হৈ হৈ রৈ রৈ করে ঘুরে বেড়াও কেন?
চোর আছে,পদলেহী কুত্তারা আছে
ঘরে ঢুকে পড়তে কতক্ষণ?
দরজা বন্ধ করে দেখো অন্তহীন দাহ,
মূল্যবান যে সামগ্রী জমা আছে ঘরের ভিতরে
এতোদিন তুমিও দেখোনি।
তার মুখে কতো রূপ, অলৌকিক আলো
অথচ অনাদৃত হয়ে পড়ে আছে।
. ****