দরজা সদাই রয়েছে যদিও খোলা
কেউ কী বাইরে বের হতে জানে বলো ?
যেখানে আকাশ বুকে সদা দেয় দোলা
যাইনি এখনো বলিনি সেখানে চলো ।

মানুষ দেখেছে দরজার পাশে মায়া
মুঠোর ভিতরে পূর্ণিমা দেখে রোজ
কপালের ঘামে দেখেছে নিজের ছায়া
খোলা দরজার রাখেনি কখনো খোঁজ ।

বলছে সকলে ঘুমিয়ে রয়েছি থাকি
জেগে কিবা ফল আকাশের নীলে মিশে
খোলা দরজার মানে থাক পড়ে বাকি
বিষ তো খেয়েছি নীল হয়ে যাবো বিষে ।

খোলা দরজার বাইরে বেরিয়ে কেউ
খোঁজ কে রেখেছে উত্তাল কত ঢেউ ?

*************************