দারিদ্র্য কী দিয়েছে আগুনের জ্বলুনিটুকু ছাড়া !
তবু সকলকে বলতে শুনি একই কথা
দারিদ্র্য দুঃখ তাকে করেছে মহান।
দুর্মুখ পৃথিবীর বুকে বাজে শক্তির রণদামামা
কালো হাত কেড়ে নিয়ে বাঁচার সংস্থান
আখের ছিবড়ের মতো ফেলে দেয় দূরে
দরিদ্র আর দুর্বল কেবল ভগবানের উপরে ভরসা রেখে বলে,
" তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে।"
কে কবে শুনেছে শিলা ভাসে জলে?
দারিদ্র্যও জ্বালিয়ে পুড়িয়ে ফেলে দেয় অসীম অতলে।
ভাঙ্গন যা কিছু ভিতরের ক্ষয়
সেতো দারিদ্র্য নয়
তবুও সবাই বলে দারিদ্র্যের কশাঘাত করেছে মহান।
দারিদ্র্য কী দিয়েছে আগুনের জ্বলুনিটুকু ছাড়া !