দহন জ্বালা নিয়ে দাউদাউ রাতের গভীরে
একা জেগে আছি
দিগন্তবিসারী হয়ে তারাদল মজলিসে বসেছে
কেঁপে কেঁপে ওঠে পূর্ণিমার চাঁদ
আমাদের ডোবার জলে পূর্ণিমার ছায়া পড়ে আছে।
আমি কাঁপি চাঁদ কাঁপে
কাপে চাঁদ কাঁপি আমি
কী এক গভীর বিশ্বাসে
জন্ম আর মৃত্যুর মাঝখানে।
এতো কাছে সুন্দর রয়েছে তবুও
এতোকাল তার দিকে তাকানোর সময় পাইনি।