মনিমালা বলেছিল ডেকে
এইসব গাছ আর ম্লান  সব ফল
খুঁজে পাবে ওখানেও স্তব্ধ রাতে
শ্যামল জলের মতো স্থির আছে চোখের কাজল ।
অনিদ্রায় অনাহারে পথশিশু বলেছিল ডেকে
পথের দুপাশে যত ছড়ানো পাথর
ঐসব কিছু নয় আমার এই বুকের পাঁজর ।
মানুষ পাথর হলে কেন মিছে
প্রেমিকার গালে দেব চুমু ?
চেয়ে দেখি আনাচে কানাচে কেউ নেই
পাথরের বুকে মানুষ বিরাজে
আমাকে সতর্ক করে
গোয়ান্দার মতো যেন চাঁদ জেগে আছে ।


*****************************