এখন কেউ প্রেমের কথা বললে
আমার বিষের কথা মনে পড়ে,
মনে পড়ে পঞ্চা সোরেনের কথা
আমাদের প্রবীণ মুনীষ।
খেতে খামারে খাটতো
যেখানে সেখানে ঘুমোতো।
আমি নবম শ্রেণীর ছাত্র হলেও
একদিন সে নিজের জীবনের প্রেমের কথা শুনিয়ে
হাউ হাউ করে কেঁদেছিল,
ওর ' পেরেম মায়্যাটা ' পঞ্চাকে না পেয়ে
বিষ খেয়ে মরেছিল।
মায়্যাটাতো মরলো
পঞ্চার দেহ মন বিষে নীল করে গেল।
হায় প্রেম,
তোমার নীলাভ বিষাক্ত শরীর
অর্বাচীন পঞ্চা সাঁওতালকেও কেন ছাড়েনি?
*****