জীবনের সব ক্ষত রেখে এসেছি নদীর ওপারে
তোমাদের ভালোবাসবো বলে
মাঝে মাঝে মনে হয় ক্ষতস্থানে যত আছে দাগ
তা তো মুছে দিতে পারি না কখনো
থাক দাগ থাক ক্ষত
তবু যদি হতে পারি নত
শিখে নিতে পারি সহজেই
ধূসর গোধূলির গান ।
সোহাগ চুম্বনে আজ যত ব্যথা জাগে
সবই ফেলে দিতে পারি আমি তার অনুরাগে ।
*****************************