মানুষ কী সহজে দিতে পারে
মানুষের বুকে মুখে প্রেমের চুম্বন ?
আজও শুনি পৃথিবীতে সেই হাহাকার
দাও দাও একটি চুম্বন ।
এখন চুম্বনে মিশেছে বিষ
চারপাশে বিচ্ছেদের নির্বাক তমসা ,
পাখির মতোই ডানা মেলে উড়ন্ত চুম্বন,
অন্ধকারে শুনি তাদের ডানার চিৎকার
তারা শুধু অন্ধকার চায়
রাতের অশান্ত মশার মতো রক্ত খেয়ে যায় ।
আত্মা নয় মানুষের বাসনার ধন
পৃথিবীর বুকে আজ বৃথা জ্বলে অজস্র চুম্বন ।
*************************