মানুষ চলে যাবো বলে হাঁটছে
হেঁটেই চলেছে
হারিয়ে যাবার জন্য হাঁটছে ।
এ যেন হারিয়ে যাবার জন্য চলা
চলার জন্য হারিয়ে যাওয়া ।
এখানে খর দ্বিপ্রহর
কেউ তবু বিকেল খোঁজে না
ছায়া আর শান্তিও খোঁজে না ।
সবাই যদি হারিয়ে যাবার জন্য হাঁটছে
আমি কেন দাঁড়িয়ে রয়েছি ?
মৃত্যু শুধু আমাকেই মাটিতে পুঁতে রেখে চলে গেল
গাছ হবো বলে ।

************************