এতো কষ্ট পাই তবু চোখে জল নেই কেন?
অথচ দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়া
বড় বেশি প্রয়োজন ছিল
ঐ ক্রন্দনরত মেয়েটির সজল চোখের মতো।
আমি কি তাহলে বেঁচে নেই?
সুখ দুঃখ কোন জ্ঞান নেই?
না না, সব আছে, ক্ষণকাল ঘুমিয়ে পড়েছে
নিদাঘে নধর বটের ছায়ায়,
আমি জেগে আছি অনন্ত রাত্রির বুকে
সুখদুঃখরহিত এক গোধূলি বেলায়।

চোখ দুটি ঘুমায় এখন।

             ******