আসলে আমিও অন্ধ
চোখ খোলা মানুষের পাশে থাকি
যদি আমি পেয়ে যাই চোখ
আমার বুকের মাঝে ঘুমিয়ে পড়েছে
রণক্লান্ত সম্রাট অশোক ।
লোকে বলে আছে দুটি চোখ
জানি আমি অন্ধ হয়ে আছি
দেখেও দেখি না আজ
এভাবেই আরও যদি বাঁচি
সেই আশা জীবনের ঘন তমিস্রায়
জেগেও ঘুমিয়ে থাকি অবাধ্য হৃদয় নিয়ে
অন্ধের মতোই দেখি বৃথা দিন যায় ।
************************