চিতা জ্বলছে
প্রেম জ্বলছে
জ্বলে যাচ্ছে মায়া গৃহস্থালি
জ্বলছে আগুনে চেরা আকাশমনি
যারা কখনো হরিনাম করেনি
তারাও করছে হরিধ্বনি ।
কিন্তু কতটুকু পুড়ে যায় চিতার আগুনে ?
পুড়ে শুধু বিষণ্ন আঁধার
পড়ে থাকে নিদাঘের কোলে  শবাধার ।
আসলে কিছুই পুড়ে না
সবই পুড়েছিল আগে
জীবনের সব চাওয়া স্বাস্থ্যবান অনুরাগ
সকলে বলছে তবু মানুষটা পুড়ে গেল
রেখে গেল অপার সোহাগ ।
যে চিতা জ্বলে মনে
চিরকাল সংগোপনেে
সেতো অবশিষ্ট কিছুই রাখে না ।
যা জ্বলছে দেখছি বড় ভ্রান্তি
শ্যামাপদ জ্বলে গেছে সংসার সকাশে
দুর্বিনীত বজ্রের হুংকারে

এখন দিব্যি শুয়ে আছে
চিতার আগুনে আর পুড়ছে না ।

*************************