বুদ্ধির ধারালো ছুরি মানুষের
তলপেট নাক মুখ সবই চিরেছে
এত ছোটাছুটি কান্নাকাটি গাড়িবাড়ি
তবু অতৃপ্তি ছাড়া কিছুই জোটেনি ।
কবিতার ছন্দ সব হারিয়েছে
রেল লাইনের দুটি লোহার মাঝখানে ।
জীবনের মানে খুঁজে না পেয়ে একদিন
বিকাশও এসেছিল সকালে ।
আরে গোরা তুই এখানে ?
আজ পুনরায় রেল লাইনের ধারে
আমাকে দেখেই বিকাশ লজ্জা পেল ।
ওর মনে পড়ে গেল একদিন এখানেই
সে মরতে এসেছিল ।
সেই ছুরি এখনো রয়েছে
জীবনের ঘনীভূত আবেগের ইজারা নিয়েছে ।
******************************