কোথায় ছায়া ? শুধুই অন্ধকার
ছায়ার খোঁজে হলাম বিপথগামী
পথের মাঝে আজকে দিশাহারা  
ছায়া খুঁজি আমার ভিতর আমি ।

যেথায়  সবাই করছে কোলাহল
একটুখানি পাওয়ার আশায় সুখ
সেইখানেই পথ গিয়েছে বেঁকে  
রোদের তাপ সেথায় উন্মুখ ।

তুমি কেন কাঁদছ সারাবেলা ?
গুনছ একা পারাবারের ঢেউ
নিজের ছায়ায় দেখছ রোদের মায়া
গভীর জলে হারিয়ে  গেছে কেউ ।

ছায়ার মায়ায় কাটল বহুকাল
বাদানুবাদ এবার ফেলে আসি
শুকনো ডাঙ্গায় মরছে মানুষ কত
হৃদয়ে তবু গভীর জলরাশি

*******************