গাছটি দাঁড়িয়ে আছে
তার ছায়া আমার মাথায়
মা কে দেখেছি প্রণাম করতে
আহা কত ঋজু হয়ে আছে কতকাল
ঝড় বাদলেও বিচলিত হতে
দেখিনি কখনো।
তার ছায়ায় বসে শোক ভুলে থাকি
গাছটি জানি ঝড় ঝঞ্ঝায় বেদনা বিধুর
মা আমার তাকে দেখে সযত্নে আঁকে সিঁথিতে সিঁদুর।
সে আমার বাবা , ছায়াতরু
আমার ঈশ্বর।

*******************