ফুল কখনো ছড়িয়ে গন্ধ চায় না পেতে প্রচার কোনো
বলে না ফুল রূপের কথা তোমরা সবে এখন শোনো ।
চায় না পাখি মিষ্টি গানের তারিফ কভু শুনতে কানে
মানুষ তবু তারিফ করে যায় যে ডুবে পাখির গানে ।
অনেকে আজ নিজের খ্যাতি ঢাক পিটিয়া প্রচার করে
ভাবছে তারা কতই বড় শেষে নিজের কাছেই মরে ।
যখন বলে খ্যাতির কথা কথার কথা অনেক খানি
সবাই বোঝে তবুও চুপ তখন করে কানাকানি ।
তপস্যা যার ত্যাগের ব্রত করে কী সে পাবার আশা ?
পুড়িয়ে দিয়ে নিজেকে শুধু পায় সে খুঁজে মূকের ভাষা ।
রবির আলো পেয়ে কী চাঁদ তারিফ পেতে যাচ্ছে দ্বারে ?
চাঁদ তাহলে চাঁদ থাকে না চাঁদই কাঁদে অন্ধকারে ।
***************************