এরপরে থেমে যাও শ্রাবণের নদী
মেঘ তুমি এক ফোঁটা দিও নাকো জল ,
পৃথবীতে আজও ধর্ষণ থাকে যদি
নদী তুমি বৃথা আর হবে না উচ্ছল ।

পাখি তুমি গেয়ো নাকো সুমধুর গান
মানুষ বড়ই বধির হৃদয়ের সব অনুরাগ
বহুদিন জ্বলে গেছে , হয়ে গেছে ম্লান ,
কাঁদছে সবাই মুছে গেছে প্রেমের সোহাগ ।

গাছ তুমি কতদিন দিয়ে যাবে ছায়া ?
ধর্ষণ দেখেও তুমি কেন দাও ফল ?
নির্বাপিত হয়ে যাক জীবনের মায়া
পৃথিবীর মানুষ আর হবে না সরল ।

ঘণ্টা বেজে গেছে , চারপাশে ব্যথার আরতি
সন্ধ্যা হয়ে এলো ,ব্যথা সব বাড়ে রাতারাতি ।

***************************************