সেদিন ছিল না কথার ছলনা এত
গোধূলির বুকে ঢাকা ছিল নামাবলি
তখন ছিল না আকাশের গায়ে জ্বর
চিঠিতে প্রেমের দ্বিধা হত থর থর ।
আমাদের ছিল পুকুরের জলে স্নান
আলো বলতে হ্যারিকেন ছিল রাতে
প্রেমিকার ছিল কম্পিত দুটি হাত
সুধাসম ছিল আলু-ভাতে শুধু ভাত ।
তখন ছিল না রাজনীতি মানে খুন
নেতাদের কথা সংযত ছিল কত
গভীর রাতেও করত না নারী ভয়
মাটির ঘরেই নামত অমরালয় ।
এখন ধর্মে মানবতা মানে ছুরি
মানুষ শোনে না চুপ করে কথকতা
এখন হয়েছে মুঠোফোনে ভরা রাত
প্রেমও হয়েছে ফেসবুকে কুপোকাত ।
হারিয়ে ফেলেছি সেদিনের সম্বল
এখন দেখছি রোজ ফোনে মিস কল ।
**********************