ছেলেটি পথের পাশে বসে থাকে
তার দাদু এসে শোনাবে ঘুমপাড়ানিয়া গান ।
তার বাবা বলেছে গ্রামে আছে দাদু
গ্রামের বাড়িতে ।
অথচ সেদিনই স্কুল থেকে দেখে এল
বৃদ্ধাশ্রমে বসে আছে দাদু
জলভরা চোখে কোলে টেনে নিয়ে
চুম্বনে চুম্বনে তার ভরিয়ে দিল গাল ।
সব যদি এভাবেই ঝরে পড়ে
আলোকের শিখা হয়ে পড়ে ম্লান
কে তবে ছায়া দিয়ে শোনাবে আর
ছায়াচ্ছন্ন দুপুরের গান ?
সেই বয়সেই মনে হল সংসার মানেই হল
চাওয়া আর পাওয়ার বেদনা
সেই গানে নেই কোনো  সুর
অকস্মাৎ ছেলেটির কোমল  হৃদয়ে
কে যেন বাজিয়ে গেল ব্যথার নূপুর ।

****************************