বহুদিন আসেনি ঝড়
বহুদিন দেখিনি ঝড়ের তাণ্ডব
অথচ ঝড় আসা জরুরি ছিল খুব
বিদগ্ধ হৃদয় নিয়ে
হৃদয় হৃৎপিণ্ড দিয়ে
ওড়ানোর প্রয়োজন ছিল বিজয় পতাকা ।
আসবে কখন ঝড় ?
মানুষ যে অচল অনড়
সবুজের সমারোহ ছিঁড়ে দিয়ে
সোচ্চার কণ্ঠে ঘোষণা করছে আজ
থাকবে না পৃথিবীতে হৃদয়ের সবুজ আস্তরণ
ফুল ফোটা এখানে বারণ ।
একটা প্রবল ঝড় প্রয়োজন ছিল ।
*********************