বহুদিন হল একতারা বাজেনি
মানুষ দেখিনি বহুদিন হল
অজস্র শোকের ছায়া ঘিরে
চলে গেছে বুক চিরে চিরে ।

বহুদিন নারীকে বলিনি
দেবী তুমি , মা আমার বলিনি বহুদিন
স্তব্ধতায় তারা বসে আছে
আগুন জ্বলেছে বহু কাছে ।

চারপাশে শুধু নীরবতা
শ্মশান রয়েছে চারপাশে
শ্মশান বুঝেছে তার মানে
যত ব্যথা আগুনের গানে ।

বহুদিন হল মানুষ শোনেনি
মরণের ধ্বনিটুকু বুকেও বাজেনি ।

********************