বিয়ে করবেন ?
বেশ তো বিয়ে করুন।
শুনলাম দশটি মেয়ে দেখেছেন
পছন্দ হয়নি
আসলে সুন্দর কাকে বলে
রূপ কাকে বলে আপনি জানেন না ।
যা চকচক করে সেটাই সোনা নয়
সুন্দরকে দেখবেন মনের চোখে
রূপ দেখবেন সর্বত্র
যাদের অসুন্দর ভেবে অপছন্দ করলেন
তারা হয়তো প্রত্যেকে সুন্দর
শুধু আপনিই অসুন্দর।
আমার একটি মেয়ে জানাশোনা আছে
খুবই সরল
মন ভালো
গায়ের রং কালো
নাকটি বোচা
আপনাকে খেতে দিয়ে কপালে হাত দিয়ে বলবে
শরীররটা ভালো নেই বলছিলে
এবেলা কাজে যেতে হবে না
আমি হাত পা টিপে দেব।
বলুন বিয়ে করবেন?

******************