সবাই বিশ্রাম চায়
বাবাকে দেখেছি রোদ গায়ে মেখে ঘরে ফিরলে
মা সাজিয়ে রাখতো এক আঁচল প্রেম
কিংবা কিছু মধুর জলকণা ।
আকাশে চাঁদ উঠতো একফালি
নিমগাছে চুপ করে বসে থাকতো প্যাঁচা ।
টেলিগ্রাফের তারে কিছুক্ষণ বসে
কালো ফিঙে দোল খেত অনন্ত সোহাগে
এদের বিশ্রাম আছে
শুধু মায়ের বিশ্রাম নেই ।
ওগো বিধাতা , মাকে বিশ্রাম দাও ।
মা যে সকলের দেহের আরাম
দুর্বিনীত দুর্বিপাকে মা এক দুর্ণিরীক্ষ বাসনার
দুর্বোধ্য সংগ্রাম ।
****************************