বিষাদ যখনই আসুক
তার কিছু দগ্ধচিহ্ন থাকে
ক্ষতচিহ্ন লেগে থাকে মৌনী গম্ভীর সন্ধ্যায়।
আমি যার চতুর করতলে
দিয়ে এসেছি অতি স্নিগ্ধ আলোকবর্তিকা
সেও আজ নিস্পন্দ নির্বাক।
একা যদিও আছি তবু আরও
একা হয়ে যাই নিজেরই ভেতরে
কেউ তার ভারও নেবে না
বুক পেতে মেনে নিতে কেউ নেই।
আমিও দেখছি তাকে নিশ্ছিদ্র আঁধারে
তবে বেদনার কশাঘাতে নয়
আনন্দের অর্ঘ্যের ভেতরে রেখে এসেছি
বিষাদের অপার বিস্ময়।
********************