কাকে আর কোলে নিয়ে চুমু দেব ভাবি সারাক্ষণ
সাজুগুজু করে যে মেয়েটি বসেছিল বুকে নিয়ে করুণ উদ্বেগ
শুধু কী মেয়েটির গালে  ?
হাত দিয়ে দেখি তার কপোলে কপালে
কোথাও চিহ্ন নেই ডানা মেলে ওড়ার সাহস ।
সেভাবেই বিপন্ন কপোত এক বসেছিল হাতে
চুমু দিয়ে মুখে তার জলটুকু দিয়েছি নিদাঘে
তাকেও সুযোগ করে দিয়েছি ওড়ার বিস্তীর্ণ বাতাসে ।
কপোতের মতো মেয়েটির বিষণ্ণ বাসনা
ডানা মেলতে সাহস করেনি নিশ্ছিদ্র নিশীথে
তাকে আমি কী করে বোঝাবো ?
কী করে বলবো তাকে এই তনু মন
এইটুকু খেলাঘর ছেড়ে যা রে মেয়ে ?
তবুও সকালে
বৃষ্টি এসে ভিজিয়ে দিল ডানা তার ওড়ার প্রাক্কালে ।
তখন আমার নিঃশ্বাস
পশুপাখি মানুষের মুখে চুমু দিয়ে জাগায় আশ্বাস ।

******************************