মরণকে অস্বীকার করে কিছুক্ষণ কান পেতে শুনি
গুটিকয় ইন্দ্রিয়ের ব্যবহারে অজানা কুহক ।
আমি জানি মরে না কেউ
বীজ থেকে গাছ হবে বলে
পৃথিবীর বুকে টুপ টাপ ঝরে পড়ে ফল
শেষ হয় দুদিনের স্বার্থের সম্বল ।
পুনরায় গৃহবলিভুকদের মতো
এখানে ওখানে ঘোরে জীবনের ছায়া
নিয়ে যায় হাত ধরে কলস্বনা তটিনীর তীরে ।
সময় কী শেষ হয় ?
শেষ হয় আসা আর যাওয়া ?
যে কুহক দেহে মনে থেকে যায়
মরণ মানেও ঠিক জীবনের বীজগুলি পাওয়া ।

****************************