বিছানার অলক্ষ্যে এক বিছানা রয়েছে
ফুল ধূপ সবই  যদিও আছে
তবু তা ফুলশয্যা নয় ,
জীবনের স্পর্ধিত কল্লোলে
সমাহিত নয় সেখানের শীতল সময় ।
কী এমন হয়েছিল স্বামীটির
কেন তুমি রোরুদ্যমান ?
মনের অনেক কাছে এসে
চুপি চুপি বলে যাও সুমনা বৌঠান ।
বিছানা নরম নয় মানুষের বুভুক্ষু  সমাজে
কেউ তাকে চায় নাকো আর
জীবনের সব ঝড় থেমে গেছে
বুকে তার মরণের তীক্ষ্ণ প্রহার ।



****************************