বরকর্তা সেজে বিয়ে দিয়েছিলাম ,
পুরোহিত ছিল না
ভুল মন্ত্রোচ্চারণ শোনা যায় নি।
একটি পুরষের সঙ্গে একটি নারীর বিয়ে নয়
দুটো গাছের বিয়ে, বট আর অশ্বত্থ ।
একে অপরের হদয়ে ঢুকে জড়াজড়ি করে
জন্মেছিল,
ঠিক যেমন দুটো ব্যাঙের বিয়ে দিয়েছিলাম বৃষ্টি হবে বলে।
নদীতে কুমিরের দাঁত ডাঙ্গায় বাঘের থাবা
কোথায় পালাবে নিসর্গ আমার?
ভুলে যাও অরণ্যের চেতনা, পাতার মর্মর,
আমি তোমাদের বিয়ে দিচ্ছি
মিশে যেতে জনারণ্যে গম্ভীর যৌবনে
শিখে নিতে যৌনগন্ধী সমাজের মাংসাশী প্রহার।

                           ****