আমাকে ধমক দেবে তত জোর
মরণ পায়নি এখনো ।
আসলে আমি তো দুঃখ পেতে পেতে
শুয়ে আছি পথের ধুলায়
দেখেছি অবোধ শিশু আমাকে রাঙায় চোখ
হয়তো বা পেতে ভালোবাসা ।
জীবনের এইসব আদর আর স্নেহ একসাথে
কাছে আসে বার বার
তাদের ভ্রূকুটিভঙ্গীর কাছে নতজানু হলে ভেঙ্গে যায় অসীমের অপার পিপাসা
এর চেয়ে কত শক্তি মরণের আছে ?
****************************