সেদিন প্রভাতের লাল সূর্য  আমার  মুঠোয় ধরা  দিত
আমি চাইনি তাকে তবু ধরা  দিত  ।
নিরর্থক বীর্যপাতে বিষণ্ণ বিপন্ন  সন্ধ্যায়
ক্লান্তি নিয়ে ঘেমেছিল সেদিনের  আমার যৌবন ।
তবু যেন ভালো ছিল
কোথায় কেমন যেন  তেজ ছিল শরীরের অভ্যন্তরে ।
আজ আমি খুঁটে খাওয়া গৃহবলিভুকদের   মতো
ছন্নছাড়া বড় বেশি ছন্নছাড়া  হয়ে গেছি ।
নিরর্থক বীর্যক্ষয় করি না যদিও
তবু প্রভাতের সূর্য  রক্তিমাভা ছড়িয়ে
ধরা দিতে  আসে না এই শিথিল মুঠোর ভিতরে ।
অথচ ভিক্ষা  চাই সেইদিন সেই সূর্য
মুছে দিতে অতীতের বিষণ্ণ্  সময়  ।
  বুঝেছি অসময়ে এই ভিক্ষা
উলঙ্গের কাছে রজকের ব্যর্থ অভিলাষ
সান্ধ্য তন্দ্রার মাঝে অকালসিঞ্চনে
লতাকে বাঁচিয়ে তোলার ব্যর্থ প্রয়াস  ।

****************************************