মানুষের আর এক নাম সচ্ছল ভিখারি
পৃথিবী দেখার পরে দুচোখের ইশারায়
চাওয়া আর চাওয়ার চিৎকার
মাথা-কুটে দীর্ঘশ্বাস আবিল বাতাসে ।
অর্থ কীর্তি সচ্ছলতা কিংবা দেখি প্রেম
ভিক্ষাপাত্রে রেখে যায় বিবর্ণ বিষাদ
শহরতলি কেঁদে মরে নিজের ভিতরে হাসে নিষ্ঠুর নিষাদ ।
কে কাকে ভিক্ষা দিতে পারে ?
মানুষ কী পারে কভু ভিক্ষা দিতে কিছু ?
সে তো নিজেই ভিখারি
দেহে মনে আমরণ চাওয়া আর চাওয়া
ঢেঁকি-ছাঁটা চাল কাঁদে হৃদয়ে হৃদয়ে কাঁদে হাওয়া ।
ভিক্ষা দিতে অলক্ষ্যে কে দাঁড়িয়ে ওখানে ?
ঈশ্বর ? নাকি হোমাগ্নির শিখা ?
*************************