আমার আটাশ বছরের ইঞ্জিনিয়ার ছেলেটার
বিয়ে দেব বলে পাত্রীর সন্ধানে বেরিয়েছিলাম।
আজকাল প্রেম নামের বাদুড়ের ডানার শব্দ
ভাসছে আকাশে বাতাসে
ছেলে মেয়ে কেউ আর একা নেই
সবাই জোড়া লেগে আছে
কে তেমন মেয়ে আছে?
ফিরছিলাম ব্যর্থ হয়ে
চারপাশে অন্ধকার ছেয়ে আছে
জাঁকিয়ে বসেছে ভালোবাসা।
তবু আমি আশাবাদী
এমন কেউ থাকতেও তো পারে যে ক্ষুধার্ত
রাহাজানি আর হাতবোমা দেখেছে শুধু
ভালোবাসার মুখোশ পরার সময় পায়নি ।
সেই মেয়েটি ছুটে এসে বলবে,
"আমি আপনার বৌমা হবো,
ভালোবাসা পেলে বিপ্লব ভুলে
হারিয়ে যাবো চাল নুন তেলের বাজারে। "
*****